ইশ! এই বইগুলো যদি না লিখা হতো – ০১

সত্যান্বেষী

Ish 01এমন ১০ টি বই যেগুলো সম্পর্কে বিদাতিরা ভাবে যে, কতইনা ভালো হত যদি এগুলো না লিখা হতো!

প্রথম বইঃ  মায়ারুল হাক ফী তানকীদ তানবিরুল হাক                    |                    লেখকঃ  আল্লামা সৈয়দ নাজির হোসেন মুহাদ্দীস দেহেলবি

মুকাল্লীদ্গন এর কুরআন ও হাদীসের উপর আমল না করার অজুহাত [০১]

এটি প্রমানিত যে, একজন হাদীসের অনুসারী আলেম যখন জ্ঞানভিত্তিক সিদ্ধান্তগ্রহণ করেন তার জন্য এটি কখনও উচিত নয় যে তিনি যেকোনো ক্ষেত্রে কোনো মুজতাহিদের অন্ধ অনুসরণ করবেন, যদিও সেই মুজতাহিদ এর সিদ্ধান্ত হাদীস মোতাবেকও হয়। অথচ যেসব মানুষেরা আমাদেরকে হাদীসের অনুসরণ করতে নিষেধ করে, যদিও তাদের দাবির স্পষ্ট কোনো ভিত্তি নেই, তারা নিজেদের রক্ষার্থে যেসমস্ত আজেবাজে অজুহাত দাড় করায় তার মধ্যে একটি হচ্ছে যে বর্তমান সময়ে হাদীসের অনুসরন করা খুবই কঠিন।

তারা বলেন যে কোরআন এবং হাদীস হচ্ছে জ্ঞানের সমুদ্র যার কোন কিনার নেই এবং এটি বোঝা আর মেনে…

View original post 317 more words

Posted on অগাষ্ট 15, 2015, in ইসলামকে জানা. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এই সাইডটি ভিজিট করার সময় আপনি যাদি কোন অশ্লীল এডভাটাইজমেন্ট দেখেন তাহলে একটু হোমপেজের পাশে “এডভাটাইজমেন্ট মুক্ত ব্রাউজিং করুন” পাতাটি দেখুন।